বছর শুরুতে বাজিমাত কনার

দারুণ সময় পার করছেন দিলশাদ নাহার কনা। এমনিতেই তিনি জনপ্রিয় গায়িকা।

দারুণ সময় পার করছেন দিলশাদ নাহার কনা। এমনিতেই তিনি জনপ্রিয় গায়িকা। সেই সঙ্গে তুফানের দুষ্টু কোকিল দিয়ে শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন। সম্প্রতি কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র জন্য গানটি গেয়েছেন কনা। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সংগীত করেছেন আকাশ সেন। তিনি কনার সহশিল্পীও বটে।

‘বঙ্গ’তে স্ট্রিম হচ্ছে রায়হান রাফি পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। গানটিতে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। গানটি প্রকাশের পর পরই শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে গানটি ইউটিউবে ৪০ লাখের বেশি ভিউ পেয়েছে। কনা এ গান নিয়ে আরো আশাবাদী। তিনি বিশ্বাস করেন, গানটিতে শ্রোতা দর্শক আরো বুঁদ হবে।

প্রেমের দোকানদার গানের শ্রোতাপ্রিয়তা প্রসঙ্গে কনা বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি তাদের কারণেই আজকের কনা হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি। গানের কথা, গানের সুর নিয়ে ভীষণ ভাবি।’

গান নির্বাচন করা বিষয়ে তিনি বলেন, ‘অনেক বেশি মৌলিক গান কিন্তু করি না। কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শ্রোতা দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।’

ইদানীং প্রচুর স্টেজ শো করছেন কনা। এ নিয়ে বলেন, ‘চলতি বছরের শুরু থেকে স্টেজ শোয় এ গানও আমাকে গাইতে হচ্ছে। গত বছরের শেষ প্রান্তে যত জায়গায় শো করতে গিয়েছি, তত জায়গায়ই ‘দুষ্টু কোকিল’-এর অনুরোধ ছিল, এখনো আছে, আরো বহুদিন হয়তো থাকবে। তবে পাশাপাশি এখন আমার কণ্ঠে প্রেমের দোকানদার গানটিও শোনাতে অনুরোধ করেন। সত্যি বলতে কি, আমি সবসময়ই স্টেজ শোয় নিজের মৌলিক গানই গেয়ে থাকি। এটা আমার সৌভাগ্য যে আমার নিজেরই বেশকিছু জনপ্রিয় মৌলিক গান আছে, যা শুনতেই শ্রোতা দর্শকরা তাদের আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেন। শিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় প্রাপ্তি যে আমি নিজের গান দিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করতে পারছি।’

আরও