জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি অসংখ্য টিভি নাটকে কাজ করেছেন। কাজ করেছেন সিনেমায়ও। এছাড়া তিনি বিজ্ঞাপনেও কাজ করেছেন। এত সবের পরেও তার আরো একটি পরিচয় রয়েছে। সংগীতে বেশ ভালো দখল রয়েছে তার। ‘নিথুয়া পাথারে’, ‘ইন্দুবালা গো’, ‘তুমি থাকো আসমানে’, ‘বাড়ির পাশে মধুমতি’, ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘নদীর ওপারে বন্দুর বাড়ি’, ‘আমার মাথায় যত চুল’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গায়কিতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ফজলুর রহমান বাবু। অন্যদিকে ইমরান মাহমুদুল পেশাদার কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। এবার প্রথমবার ইমরানের সুরে গাইলেন বাবু। গীতালি হাসানের ‘আজিরন’ চলচ্চিত্রের জন্য গানটি লিখেছেন রাশেদ রেহমান।
গানটি নিয়ে এ গানের সুরকার ইমরান বলেন, ‘প্রথমবারের মতো ফজলুর রহমান বাবু ভাইয়ের জন্য গান করলাম। বাউল ঘরানার গানটি দারুণ গেয়েছেন তিনি। তার দরাজ কণ্ঠের ভক্ত আমি। তার সঙ্গে গানটি করতে পেরে ভালো লাগছে। এ সিনেমার সবক’টি গানই আমি করব।’
সম্প্রতি মৌ-টিভির প্রযোজনায় প্রকাশ হয়েছে বাবুর কণ্ঠে ‘লক্ষ্মীসোনা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন প্লাবন কোরেশী ও সংগীত পরিচালনায় মিজানুর রহমান বাদশা। গানটিতে বাবুর সঙ্গে কোরাস গেয়েছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল ও ইতি।