আগামী ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র বলী। এরই মধ্যে সিনেমাটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
চলচ্চিত্রটির প্রযোজক পিপলু আর খান জানিয়েছেন, দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। শুরুতে তারা ১৪ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনা করলেও পরে পরিচালকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন ৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।
পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানিয়েছেন, সিনেমা মুক্তি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে, সে অনুযায়ী ৭ ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে বলী। শেষ মুহূর্তের কাজগুলো দ্রুত শেষ করা হচ্ছে।