মার্ভেল কমিকসের টি’চালা বা ব্ল্যাক প্যান্থার চরিত্রে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন চ্যাডউইক বোসম্যান। কিন্তু এ অভিনেতার মৃত্যুর কারণে ২০২২ সালের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় চরিত্রটির চূড়ান্ত পরিণতি টানা হয়। ফিকশন তো বাস্তবের মতো কাজ করে না! সে হিসেবে ‘ব্ল্যাক প্যান্থার থ্রি’ সিনেমায় টি’চালার ফিরে আসার গুঞ্জন সত্য ধরে নিয়েছেন ভক্তদের অনেকে।
সম্প্রতি কমিকবুকের সঙ্গে এ গুঞ্জন নিয়ে কথা বলেছেন মার্ভেল স্টুডিওসের সাবেক নির্বাহী নেইট মুর। এখন মার্ভেলের অংশ না হলেও ‘ব্ল্যাক প্যান্থার’ সিক্যুয়ালে প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন মুর।
তিনি বলেন, ‘এ গুজবে কোনো সত্যতা নেই। তবে কোনো কিছুতেই “কখনোই নয়” বলা যায় না। আমরা এখনো (পরিচালক) রায়ান কুগলারের সঙ্গে খুব বেশি সৃজনশীল আলোচনা করিনি। কারণ তিনি বর্তমানে “সিনার্স” সিনেমা নিয়ে ব্যস্ত আছেন, যা এ বছর মুক্তি পাবে। আমরা এ বিষয়ে পরে আলোচনা করব। তবে যা কিছু অনলাইনে পড়ছেন, তার কিছুই সত্য নয়। কারণ আমরা এখনো কাজ শুরু করিনি।’
২০২০ সালের আগস্টে ক্যান্সারের সঙ্গে লড়ে মারা যান চ্যাডউইক বোসম্যান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) তার অভিনীত টি’চালা চরিত্রটির আলাদা ভক্তশ্রেণীর ছিল। তবে চরিত্রের মৃত্যুর পর এমসিইউতে ফিরে আসার ঘটনা একাধিকবার ঘটেছে, যেমনটি আমরা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে’-এ দেখেছি।
এ সুপারহিরো সিরিজে চরিত্র পরিবর্তন বা পুনরাভিনয় নতুন কিছু নয়। ‘আয়রনম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে জেমস রোডস চরিত্রে টেরেন্স হাওয়ার্ডের পরিবর্তে ডন চ্যাডলে অভিনয় করেছিলেন। একইভাবে প্রয়াত উইলিয়াম হার্টের পরিবর্তে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় থ্যাডিউস রস চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। এ ধরনের আরো উদাহরণ রয়েছে মার্ভেলের সিনেমায়।
এসব পরিপ্রেক্ষিতে বলা যায়, ভবিষ্যতে টি'চালাকে নতুন সিনেমায় ফিরে আনা অসম্ভব নয়। তবে এতটুকু নিশ্চিত যে বর্তমান গুজবের কোনো সত্যতা নেই।