গানের সঙ্গে ধ্রুব গুহর এক দশক

সংগীতের ক্ষেত্রে মৌলিক গান গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পীরা অমর হন তাদের মৌলিক গানের জন্য।

সংগীতের ক্ষেত্রে মৌলিক গান গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পীরা অমর হন তাদের মৌলিক গানের জন্য। বাংলাদেশের গানের ইতিহাসে ফেরদৌসী রহমান, বশীর আহমেদ, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনসহ সব শিল্পীই তাদের মৌলিক গানের জন্য জনপ্রিয়। কিন্তু এ সময়ে এসে শিল্পীরা মৌলিক গান প্রকাশ করলেও সেভাবে জনপ্রিয় হয়ে উঠছে না। তবে এদিক থেকে ধ্রুব গুহ এগিয়ে আছেন।

ধ্রুবর কণ্ঠে প্রকাশিত প্রতিটি মৌলিক গানই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়েই বাজিমাত করেছিলেন ধ্রুব গুহ। এক দশক আগে প্রকাশ হয় গানটি। প্রিন্স রুবেলের লেখা ও সুরে গানটির মিউজিক করেছিলেন তরিক। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন শুভব্রত সরকার। মডেল হয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও মডেল অভিনেত্রী শেহতাজ। এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছে মিউজিক ভিডিওটি। ‘আদরে রাখিও বন্ধু’ গানটি এখন পর্যন্ত ছয় কোটির বেশি ভিউয়ারস উপভোগ করেছে। তবে তার মৌলিক গানের মধ্যে ‘যে পাখি ঘর বোঝে না’ সবচেয়ে বেশি ভিউয়ার পেয়েছে। এখন পর্যন্ত গানটি আট কোটির বেশি ভিউয়ার উপভোগ করেছেন।

এক দশকের অভিজ্ঞতা ও চাওয়া নিয়ে ধ্রুব বলেন, ‘হিসাব কষতে গিয়ে দেখি দেখতে দেখতে গানের ভুবনে আমার পথচলার এক দশকই হয়ে গেল। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রথম গানের শুরু থেকে শেষ গান পর্যন্ত, যারা নানাভাবে সম্পৃক্ত ছিলেন। সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ আছি, ভালো আছি। সবার দোয়া আর ভালোবাসা চাই।’

আরও