নিলামে বব ডিলানের গানের খসড়া

বব ডিলানের গানের একটি খসড়া নিলামে উঠছে। ১০ লাখ ডলারের বেশি মূল্যে এটি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে।

বব ডিলানের গানের একটি খসড়া নিলামে উঠছে। ১০ লাখ ডলারের বেশি মূল্যে এটি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। টাইপরাইটারে লেখা দুই পাতার এ খসড়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর পেছনে আছে একটা গল্প। ১৯৬৪ সালের মার্চে সাংবাদিক অ্যাল অ্যারনোউইটজ বব মিস্টার টাম্বুরিনম্যানের এ খসড়া খুঁজে পান। বহু বছর পর এটি আবার মানুষের সামনে আসছে।

সে সময় বব ডিলানের বয়স ছিল ২২ বছর। তিনি বার্কলি হাইটসে অ্যারনোউইটজের বাড়িতে একটা পোর্টেবল টাইপরাইটারে নতুন গান লেখার চেষ্টা করছিলেন। বারবার তিনি লিখছেন, সংশোধন করছেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন সোফায়। অ্যারনোউইটজ সে অবস্থায়ই পান ডিলানকে এবং ওয়েস্ট বিনে খুঁজে পান তার নতুন গানের খসড়া। ২০০৫ সালে ভদ্রলোক মৃত্যুর আগে নিজের সন্তানদের কাছে কপিটি দিয়ে গিয়েছিলেন। এখন সেটিই বহুমূল্যে বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অ্যাল অ্যারনোউইটজের সন্তান মাইলস অ্যারনোউইটজ তিন বছর তার বাবার বাক্সপ্যাটরা খুঁজে এ কাগজ উদ্ধার করেছেন। তিনি বলেন, ‘আমার বাবা কোনো কাগজই ফেলে দিতেন না। আমি প্রায় আড়াইশ বক্স খুঁজে কাগজটা বের করেছি। এর মধ্যে ছিল অনেক ছবি আর অডিও টেপ। বাবার কাছে বব ডিলানের গানের এ খসড়া খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে একটা সময় তিনিও ভুলে গিয়েছিলেন ওটা কোথায় রেখেছেন।’

খসড়া লেখাটি থেকে দেখা যায়, বব ডিলান বেশকিছু শব্দ তার গান থেকে বাদ দিয়েছিলেন। মাইলস বলেন, ‘দেখে মনে হয়, বব ডিলান খুবই সচেতন ছিলেন তার লেখা নিয়ে। তিনি সতর্কভাবে এক-একটা শব্দ বেছে নিয়েছেন। পুরো জিনিসটা থেকে আপনি অনুভব করতে পারবেন বব ডিলানের মাথায় কী চলছিল।’

বিট জেনারেশনের গায়ক, কবিদের সঙ্গে অ্যাল আরনোউইটজের সখ্য ছিল। সাংবাদিকতা করার সময় তিনি অ্যালেন গিন্সবার্গ, জ্যঁ ক্যুরোকে নিয়ে লিখতেন। সে সূত্রেই ডিলানের সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে শিল্পীর সঙ্গে অ্যালের পরিচয় হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও