ঢাকায় শুরু হলো নতুন একটি প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের কাজ নিয়ে এ প্রদর্শনী। নাম ডাউনওয়ার্কস সারফেস। আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনীটি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন অস্মিতা আলম শাম্মী।
প্রদর্শনীটি ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এ প্রদর্শনীর চিত্রকর্মগুলো সংগৃহীত হয়েছে জুলিয়া লেব্রাও সেন্দ্রার (সহকারী অধ্যাপক, এনস্লেভ লা শমবর, বেলজিয়াম) তত্ত্বাবধানে পরিচালিত একটি সমন্বিত কর্মশালার মাধ্যমে। এটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত নিদর্শন, বিপর্যস্ত বুড়িগঙ্গা নদীর অন্তর্লীন তাৎপর্য প্রতিভাত করে।
উডকাট, লিথোগ্রাফি ও এচিং—বিভিন্ন প্রিন্টমেকিং পদ্ধতির বিচিত্র সম্মিলনে—শিক্ষার্থীরা নিপুণ শৈল্পিক সুষমায় সৃজন করেছেন দৃশ্যাবলি, যা শুধু বিমূর্তই নয়, গভীরতর করে আমাদের আপাত উপলব্ধি; টেনে নিয়ে যায় তাদের ঋদ্ধ জমিন আর স্পন্দনশীল রঙের অন্তঃসলিলা অবগাহনে।
প্রতিটি ছবির জটিল প্রক্রিয়ায়, তার বহুবর্ণিলতায়, শিল্পকর্মগুলো যেন এক একটি মর্মভেদী শাণিত সচেতনতার স্লোগান, নীরব অথচ শক্তিশালী, যেন নদীর নিজেরই স্মৃতিচারণা। আমাদের টেনে নিয়ে যায় তার কথা শোনাতে, আমাদের অনুভূতিতে, উপলব্ধিতে, আমাদের বিবেচনায় তার অসীম সম্ভাবনার ভবিষ্যৎকে চারিত করে দিতে।
এ আয়োজনে অংশগ্রহণকারীরা হলেন আবু আল নাঈম, আনিকা তাবাসসুম হৃদয়, ডেরিল অদ্রি রায়, দীপঙ্কর বিশ্বাস, ফাহিম খান তামীম, জাহরা নাজিফা, মিফতাহুল জান্নাত নাবেরী, শান্তা ইসলাম, পিনাক চন্দ্র দাস, প্রজ্ঞা মিঠান্ডা করেয়া, প্রসেনজিৎ ভদ্র, কাজী অর্চি রহমান, ঋতুরূপা তালুকদার সাথী, এসএম ওয়াশিফ উদ্দিন চৌধুরী। প্রদর্শনীর আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেছেন আবদুল্লাহ আল বশির, প্রভাষক, প্রিন্টমেকিং বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।