দুই পর্বে আসবে রণবীর অভিনীত রামায়ণ

রণবীর কাপুর রাম হতে যাচ্ছেন এ কথা নতুন নয়। সবাই জানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম চরিত্রে অভিনয় করছেন তিনি।

রণবীর কাপুর রাম হতে যাচ্ছেন এ কথা নতুন নয়। সবাই জানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সীতা হচ্ছেন সাই পল্লবী। এর মধ্যে কয়েকটি ছবি এসেছিল শুটিংয়ের। সেখানে সাই ও রণবীরকে চরিত্রের লুকে দেখা গেছে। কিন্তু কোনো পোস্টার বা সিনেমা মুক্তির নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো ঘোষণা দেননি নির্মাতারা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানানো হলো নিতেশের রামায়ণ হতে যাচ্ছে দুই পর্বের এবং এর প্রথম পর্বটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিনেমাটিতে রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতা চরিত্রে সাই পল্লবীর পাশাপাশি রাবণ চরিত্রে অভিনয় করবেন যশ। গতকাল সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা প্রকাশ করেন সিনেমা নিয়ে তাদের পরিকল্পনা। সেই সঙ্গে প্রকাশ হয় পোস্টার।

নিতেশের রামায়ণ নিয়ে দর্শকের আগ্রহ নানা কারণে। প্রথমত, এর আগে মুক্তি পায় প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। সিনেমাটি এত ট্রলের শিকার হয়েছে এবং সিনেমাটিক দিক থেকেও এর দুর্বলতার কারণে রামায়ণ নিয়ে নতুন সিনেমা আশা করবে দর্শক। নিতেশের পরিচালনা নিয়ে দর্শক আগ্রহী। নমিত মালহোত্রা সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘হাজার বছর ধরে যে কাহিনী মানুষকে প্রভাবিত করেছে ও মানুষ যে গল্পটিকে পছন্দ করেছে, সেটিকে আমি পর্দায় আনতে চেয়েছি। প্রায় ১২ বছর আগে এ মহৎ গল্প নিয়ে কাজ করার ইচ্ছা জেগেছিল মনে। আর এখন অত্যন্ত আনন্দিত যে আমাদের পুরো টিম এ সিনেমা নিয়ে দারুণ পরিশ্রম করছে। আমাদের চেষ্টা থাকবে, পর্দায় রামায়ণকে যথাযথ উপস্থাপনের পাশাপাশি ভিজুয়ালি দারুণ একটা কাজ আনার।’

সূত্র: ইয়ন

আরও