৭৫ দেশের ২২০ চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আজ ঢাকায় শুরু হতে যাচ্ছে এ আসর। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন ও চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ।
প্রতিবারের ন্যায় এবারো এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল বিশ্বাস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে বাংলাদেশসহ দেশ-বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে।
এতে দেশের তারকা শিল্পী ও নির্মাতাদের পাশাপাশি অংশ নিতে উপস্থিত হবেন নানা দেশের সিনেমার গুণগ্রাহীরা। উৎসবে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবে জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা চিউ ঝ্যাংয়ের চীনা সিনেমা ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।
উৎসবের অংশ হিসেবে ১২-১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। রোববার সকাল সাড়ে ৯টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি থাকবেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী।
১৭-১৮ জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে এ মাস্টারক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান।
এবারের ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে রাশিয়ার স্বনামধন্য নির্মাতা অ্যালেক্সি ফেদোরচেনকোর চলচ্চিত্র। এবারের আয়োজনে তার ছয়টি চলচ্চিত্র দেখানো হবে। সিনেমাগুলো হলো ‘অ্যাঞ্জেলেস অব রেভল্যুশন’, ‘আটাভিজম’, ‘বিগ স্নেক অব উলি-কালি’, ‘ফার্স্ট অন দ্য মুন’, ‘আনাস ওয়ার’ ও ‘দ্য রেলওয়ে’। বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ।
আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরামার পূর্ণদৈর্ঘ্য বিভাগে একটি চলচ্চিত্র সমালোচক পুরস্কার দেবেন। এছাড়া এ বিভাগে বাংলাদেশের তরুণ নির্মাতাদের নির্মিত বাছাইকৃত সর্বোচ্চ ১৫ মিনিটের ১৫টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে।
ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে চীনের ১৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ৪৩টি দেশের বাছাইকৃত সমকালীন ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চিলড্রেনস বিভাগে ১০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারো সব শিশুর জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ বিভাগ থেকে একটি চলচ্চিত্র বেস্ট জুভেনাইল অডিয়েন্স বাদল রহমান অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবে। এ পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট। ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে থাকছে ৩৯টি সিনেমা
স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে প্রায় ১৭টি সিনেমা প্রদর্শিত হবে। মূলত ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও মানবতাবাদী চলচ্চিত্রগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। ভাববাদী চলচ্চিত্রের এ বিভাগের জন্য ইন্টারফেইথ জুরি একটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র নির্ধারণ করবে। পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।
‘উইমেন ফিল্ম মেকারস সেশন’-এ থাকছে ছোট-বড় ২২টি সিনেমা। উইমেন ফিল্ম মেকারস সেশন বিভাগটি দেশ ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে। এতে দেশী-বিদেশী ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। চার সদস্যবিশিষ্ট জুরি বোর্ড এ বিভাগের একটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য নির্বাচন করবে। এছাড়া এ বিভাগ থেকে একজন শ্রেষ্ঠ নারী নির্মাতাকেও পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সনদ ও ক্রেস্ট।
শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নবীন ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শিত হবে। এতে প্রদর্শিত থাকবে দেশী-বিদেশী ৫২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।
সব শেষ ১৯ জানুয়ারি পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।