গভীর রাতে নিজ বাড়িতে ছুরিকাহত সাইফ আলি খান

হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নিরজ উত্তমানি বলেছেন, আঘাতগুলোর একটি তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

নিজ বাড়িতে গভীর রাতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলিউড তারকা সাইফ আলি খান (৫৪)। শরীরে ছুরিকাঘাতের ছয়টি ক্ষত নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বুধবার দিবাগত রাতে মুম্বাইয়ের বাসভবনে এক অনুপ্রবেশকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় তিনি আহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

স্ত্রী কারিনা কাপুর ও দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলীয় উপশহর বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন সাইফ আলি খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাত সাড়ে ৩টার দিকে সাইফ আলি খানকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে ছয়টি আঘাতের মধ্যে দুটি বেশ গভীর।

হামলাকারী চুরির উদ্দেশে সাইফ আলি খানের ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নিরজ উত্তমানি বলেছেন, আঘাতগুলোর একটি তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তার খোঁজে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন টিম তাকে খুঁজে বের করার চেষ্টা করছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলি খান। তিনি দেশের অন্যতম সফল তারকা, যিনি ৭০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় এবং প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

আরও