চেক জালিয়াতির মামলায় ফেঁসেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। একেবারে দোষীই সাব্যস্ত হয়েছেন তিনি। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চেক জালিয়াতির মামলায় মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এখানেই শেষ না। এ মামলায় জামিনও পাবেন না রাম গোপাল। কারণ, আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।
তবে জেলে যেতে না চাইলেও একটা উপায় আছে। চেক বাউন্স মামলায় আগামী ৩ মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭০ রুপি দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত রাম গোপাল এ টাকা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত।
তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আছে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাম গোপালকে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি সেদিন আদালতে হাজির হননি। আর তাই আদালত অবমাননার জন্য তাকে ১৩৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
এখানে বলে রাখা দরকার, রাম গোপালের বিরুদ্ধে এ মামলাটি ২০১৮ সালে করা। সে সময় সিনেমা নির্মাণের জন্য মহেশচন্দ্র মিশ্র ‘শ্রী’ নামক একটি সংস্থা তৈরি করেন। এটি রাম গোপাল ভার্মার ‘ভার্মা করপোরেশন কোম্পানি’র সঙ্গে জুড়ে ছিল। সে সময় মহেশচন্দ্র মিশ্র রাম গোপালের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ আনেন।
সূত্র: এনডিটিভি