বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক খসড়া অধ্যাদেশে চলচ্চিত্র বিভাগ না থাকায় সম্প্রতি আপত্তি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবার রাজধানীতে আয়োজিত ‘ফ্রাইডে মুভি নাইট’ থেকে একই দাবি উঠেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে স্ক্রিনিংয়ে নির্মাতাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি আহ্বান জানানো হয়— যেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠা করা হয়।
‘ফ্রাইডে মুভি নাইট’ সম্পর্কে আয়োজকরা জানান, এটি স্বাধীন নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনের সম্মিলিত প্রয়াস। প্লাটফর্মটির পরিকল্পিত বছরব্যাপী কার্যক্রমের দ্বিতীয় আয়োজনে দেশের প্রতিশ্রুতিশীল নির্মাতাদের দশটি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ভেন্যুটি বিনামূল্যে অনুমোদন করেছে বলে জানান আয়োজকরা। এছাড়া চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের থেকে গণঅর্থায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
তারা উল্লেখ করেন, কয়েকদিন আগে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের নতুন খসড়ায় আগের ‘নাট্যকলা ও চলচ্চিত্র’ উপবিভাগ থেকে চলচ্চিত্র অংশটুকু বাদ দেয়া হয়েছে।
নির্মাতারা এর প্রতিবাদ জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির শুরু থেকেই চলচ্চিত্র যুক্ত ছিল। ফলে এখন চলচ্চিত্র বাদ দিয়ে শিল্পকলা চলতে পারে না। গণসংস্কৃতিতে চলচ্চিত্রের ভূমিকা বিশাল। ফ্যাসিস্ট বয়ানের বিপরীতে গণমানুষের বয়ান এবং স্বাধীন ও নতুন স্বর তৈরিতে শিল্পকলা একাডেমির ভূমিকা অনস্বীকার্য।
খসড়া অধ্যাদেশে চলচ্চিত্রকে পুনরায় যুক্ত করে বিভাগ করার জন্য এ সময় নির্মাতারা জোর দাবি জানান।
এ আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা আরিফুল ইসলাম, তাসমিয়া আফরিন মৌ, কামরুল আহসান লেলিন, প্রযোজক এহসানুল হক বাবু প্রমুখ।