অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা রিকশা গার্ল। যুক্তরাজ্যের লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে পিছিয়েছে। অবশেষে ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রিকশা গার্ল। সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ।