জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুরে কনসার্টে নোবেল ও সাইফ শুভ

কনসার্টের গেইট ওপেন হবে ১৭ই জানুয়ারি দুপুর ৩টায়। কনসার্টটি সম্পূর্ণ প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামালপুর জেলা অডিটোরিয়ামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া এই কনসার্টে পারফর্ম করবেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল, সাইফ শুভ ও স্থানীয় দুটি ব্যান্ড।

কনসার্টটি আয়োজন করেছে ‘দ্য চাচ্চুস গ্রুপ’। আয়োজক কমিটির সদস্য রেদোয়ান খন্দকার মাহিন জানান, ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে প্রথমবারের মতো জামালপুরবাসীর জন্য গান গাইবেন সা রে গা মা পা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এছাড়া জামালপুরের সন্তান কণ্ঠশিল্পী সাইফ শুভ এবং দুটি ব্যান্ড ‘দ্য ইটারনাল’ ও ‘সময়’ পরিবেশনায় অংশ নেবে।

কনসার্টের গেইট ওপেন হবে ১৭ই জানুয়ারি দুপুর ৩টায়। কনসার্টটি সম্পূর্ণ প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

গান গাওয়া প্রসঙ্গে সংগীতশিল্পী সাইফ শুভ বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে গান পরিবেশন করব। তরুণ প্রজন্ম এই চেতনা থেকে অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তুর্য বলেন, গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে এই আয়োজনকে সফল করার জন্য যারা কাজ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আরও