সাব্বির আহমেদের নতুন নাটক ‘‌হাত’

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মিত নাটক ‘হাত’। নাটকটিতে ‘হাতকাটা ইসমাইল’র চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মিত নাটক ‘হাত’। নাটকটিতে ‘হাতকাটা ইসমাইল’র চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। নাটকটিতে মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম। আরো আছেন হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি।

ইসমাইল প্রতিবাদী যুবক। এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার দুহাত কেটে নেয়। সবাই তাকে ব্যঙ্গ করে হাতকাটা ইসমাইল বলে ডাকে। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন। একসময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই হাত কাটতে দিতে চায় না। মায়ের হাতটাকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে ইসমাইল। শুরু হয় তার মায়ের হাত বাঁচানোর সংগ্রাম। এভাবেই নাটকটির গল্প গড়ে ওঠে।

আরও