দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজন মারা যান ও আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় তেলেগু পুলিশ আল্লু অর্জুন, থিয়েটার ম্যানেজমেন্ট টিম ও তার সিকিউরিটি টিমের বিরুদ্ধে অভিযোগ এনেছে। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।
এদিকে, আল্লু অর্জুনকে গ্রেফতার নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশের বক্তব্য হলো ঐ অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিতিই দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। আর থিয়েটার ম্যানেজমেন্ট তা সামলাতে পারেনি। আল্লু অর্জুনের সিকিউরিটিও তা সামলাতে পারেনি। তাই এফআইআরে তাকে রাখার পাশাপাশি তাকে গ্রেফতারও করা হলো। তবে তেলেগু পুলিশ নিশ্চিত করেছেন, যথাযথ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।