২২টি হলে প্রদর্শিত হচ্ছে দীঘি অভিনীত সিনেমা

গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রার্থনা ফারদিন দীঘির অভিনীত ‘‌‌৩৬–২৪–৩৬’ সিনেমাটি। দেশের ২২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রার্থনা ফারদিন দীঘির অভিনীত ‘‌‌৩৬–২৪–৩৬’ সিনেমাটি। দেশের ২২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে দেখা যাবে প্রিয়ন্তীর বিয়ে ও তার ইচ্ছা ডেস্টিনেশন ওয়েডিংয়ের। হবে কি তার ইচ্ছা পূরণ? সে ঘটনাই এবার দেখা যাবে বড় পর্দায়। বিয়ের নিয়মিত সব ঘটনার সঙ্গে আছে আরো নানা কাহিনী। প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল আছে সিনেমাটির নির্বাহী প্রযোজনায়।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম, লায়ন সিনেমায় দর্শক সিনেমাটি দেখতে পারবে। রাজধানীর উত্তরার দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবে দিয়াবাড়ীর মিউজিক মুভি থিয়েটারে। নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রাজশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, শান্তাহার, কুষ্টিয়া ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘‌৩৬–২৪–৩৬’। সিনেমাটি নিজের আগের কাজগুলোর মতো না বলে জানিয়েছেন দীঘি।

অভিনেত্রী বলেন, ’আমি এককথায় বলব, সিনেমাটি ফুল অব এন্টারটেইনমেন্ট। দর্শক খুব মজা পাবে এটি দেখে। যে একবার দেখতে বসবেন, তার মনে হবে সিনেমাটি শেষ করতে হবে। বেশ বড় আয়োজনে এটি নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ।’

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় ও রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি। এছাড়া রয়েছেন সৈয়দ জামান শাওন, গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে।

আরও