লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডের কারণে পেছাল অস্কারের কার্যক্রম। মনোনয়নের জন্য সময়সীমা আরো দুদিন বাড়ানো হয়েছে। ১২ তারিখ পর্যন্ত ভোটের সুযোগ থাকলেও এখন তা ১৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মনোনয়ন ঘোষণা করার কথা ছিল ১৭ জানুয়ারি। এখন তা পিছিয়ে ১৯ জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনুষ্ঠান হবে আগামী ২ মার্চ।