নোলানের সিনেমায় অ্যানা হ্যাথওয়ে ও জেন্ডেয়া!

ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্র মানেই যে হলিউডের জন্য বড় ঘটনা, সেটা প্রমাণ হয়েছে বারবার।

ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্র মানেই যে হলিউডের জন্য বড় ঘটনা, সেটা প্রমাণ হয়েছে বারবার। ‘ওপেনহাইমার’-এ গোটা দুনিয়া মুগ্ধ ছিল তার জাদুতে। সে সাফল্যের আমেজ শেষ না হতেই ঘোষণা আসে নয়া প্রকল্পের। নতুন একটা সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। সে সিনেমায় যে টম হল্যান্ড আর ম্যাট ড্যামন থাকবেন, দর্শক তা নিয়ে উচ্ছ্বসিত। উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে সর্বশেষ ঘোষণা। নোলানের প্রকল্পে নাম লিখিয়েছেন হলিউডের অন্য দুই তারকা অ্যানা হ্যাথওয়ে ও জেন্ডেয়া।

বিনোদন গণমাধ্যম ডেডলাইনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাট ড্যামন ও টম হল্যান্ডের কথা প্রকাশ করা হলেও গোপন রাখা হয়েছিল অন্য তারকার নাম। গোপনে থাকে সিনেমাসংক্রান্ত অন্য অনেক তথ্যও। তবে ধীরে ধীরে সামনে আসছে বিষয়গুলো। নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। শুটিং শুরু হবে ২০২৫ সাল থেকে। এর মধ্য দিয়ে জেন্ডেয়া ও টম হল্যান্ড দীর্ঘ বিরতির পর ফের জুটি বাঁধতে যাচ্ছেন। অবশ্য ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতেও তারা জুটি বাঁধবেন বলে জানানো হয়েছে।

নোলানের সিনেমায় কাজ করা নিয়ে অভিনেতা টম হল্যান্ড বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত। কেবল এতটুকুই আমি বলতে পারি, কারণ এটুকুই আমি জানি। ফোন কল পাওয়াটা অনেকটাই ১০ বছর আগে স্পাইডারম্যানের ফোন কল পাওয়ার কথা মনে করিয়ে দেয়।’

হ্যাথওয়ে এর আগেও নোলানের সঙ্গে কাজ করেছেন। ‘ইন্টারস্টেলার’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমায় তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন কাজে নিজেকে যুক্ত করতে পেরে তিনি বলেন, ‘অনেকে আমাকে সিনেমায় নিতে আগ্রহী ছিলেন না আমার অনলাইন জীবনের কারণে। কিন্তু কোনো কিছুতে কান দেননি। বরং তিনি আমাকে আমার জীবনের সবচেয়ে সেরা চরিত্রগুলোর একটা দিয়েছেন।’

হ্যাথওয়েকে এর আগে রোমান্টিক কমেডি ‘দ্য আইডিয়া অব ইউ’ সিনেমায় দেখা গেছে। দেখা গেছে ‘‘মাদারস’ ইনস্টিংক্ট’’ সিনেমায়। এদিকে ব্যস্ত সময় পার করছেন জেন্ডেয়াও, তাকে সর্বশেষ দেখা গেছে ‘চ্যালেঞ্জার্স’ সিনেমায়।

ওপেনহাইমারের অপ্রত্যাশিত সাফল্যের পর নোলান নতুন সিনেমাটির ঘোষণা দেন। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের থেকেও ব্যাপক প্রশংসা অর্জন করে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির আয় ছিল ৯৭ কোটি ৬০ লাখ ডলার। পরবর্তী সিনেমায় তার সাফল্য ও প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নোলান বলেন, ‘আসলে একটা সিনেমার সাফল্য ও ব্যর্থতার সঙ্গে পরবর্তী সিনেমার সাফল্য ও ব্যর্থতার সম্পর্ক খুব বেশি নয়। আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। ফলে সবসময় কাজ করার চেষ্টা করি। এরপর কী আসছে, এটা ভাবতেই আমার ভালো লাগে।’

সূত্র: ডেডলাইন

আরও