সুপারহিরো দুনিয়ার বাজার মন্দা। মার্ভেল হয়ে উঠেছিল এর সবচেয়ে বড় ফ্ল্যাঞ্চাইজি। কিন্তু মার্ভেলের সিনেমাও মার খাচ্ছে। তবু থেমে নেই সুপারহিরো বা সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা নির্মাণ। সে ধারাবাহিকতায় আসছে নতুন স্টার ওয়ার্স ট্রিলজি। এ ত্রয়ী প্রযোজনা করবেন এক্স-মেন সিরিজের প্রযোজক সাইমন কিনবার্গ। লুকাস ফিল্মের ব্যানারে নির্মাণ হতে যাচ্ছে এ ট্রিলজি। সিনেমা প্রযোজনার পাশাপাশি চিত্রনাট্যও লিখবেন কিনবার্গ।
২০১৯ সালে এসেছিল স্টার ওয়ার্সের ‘স্কাইওয়াকার সাগা’র একটি সিনেমা। নয় অধ্যায়ের স্কাইওয়াকার সাগার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা দ্য রাইজ অব স্কাইওয়াকার। এতে অভিনয় করেছিলেন ডেইজি রিডলি, জন বোয়েগা, অ্যাডাম ড্রাইভার ও অস্কার আইজ্যাক। গত শতকের সত্তরের দশকে শুরু হওয়া স্টার ওয়ার্সের মাধ্যমে নতুন সূচনা পাবে।
ডিজনি এ সময় নির্মাণ করছে জন ফ্যাভ্রিউর ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। হেলমেট পরা বাউন্টি হান্টারদের এ গল্প বহুদিন ধরে জনপ্রিয়। মূল চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো প্যাসকেল। সিরিজটি আসবে ২০২৬ সালের ২২ মে। এর মধ্যে আরো দুটো সিনেমা মুক্তিরও কথা আছে। ২০২৬ সালেই ১৮ ডিসেম্বর মুক্তি পাবে একটি, অন্যটি পরের বছর ১৭ ডিসেম্বর। তাহলে লুকাস ফিল্ম কী আনছে?
লুকাস ফিল্মসের হাতে বেশকিছু প্রজেক্ট আছে স্টার ওয়ার্স নিয়ে। এর মধ্যে আছে জেমস ম্যানগোল্ড, শারমিন ওবেইদ-চিনয়ম টাইকা ওয়াইটিটি ও ডোনাল্ড গ্রোভার নির্মাণ করবেন সিনেমাগুলো। তবে এখনো ঠিক হয়নি এদের কার সিনেমাটি প্রথম আসবে পর্দায়।
পাঁচ বছর হয়ে গেছে স্টার ওয়ার্সের সর্বশেষ সিনেমা মুক্তি পাওয়া। এর মধ্যে এসেছে সিরিজ। ম্যান্ডালোরিয়ানের পাশাপাশি আরো দুটো লাইভ অ্যাকশন টিভি শো এসেছে। একে অনেকে ম্যান্ডোভার্স বলে থাকেন। এর একটি হচ্ছে ‘দ্য বুক অব বোবা ফেট’ ও ‘আহসোকা’। মুক্তির অপেক্ষায় আছে স্কেলেটন ক্রু। তবে কিনবার্গের হাতে সিনেমাগুলো ভালো হবে বলে মনে করেন সবাই।
এ ধারার সিনেমা নির্মাণে কিনবার্গের সুনাম সর্বজনবিদিত। তিনি সবচেয়ে পরিচিত এক্স-মেন সিরিজের জন্য। ২০০৬ সালে এসেছিল দ্য লাস্ট স্ট্যান্ড, ২০১১ সালে এক্স মেন ফার্স্ট ক্লাস, ২০১৪ সালে ডেজ অব ফিউচার পাস্ট। এছাড়া ২০১৬ সালের ডেডপুল, ২০১৭ সালের লোগান ও ২০১৯ সালের ডার্ক ফিনিক্সের পেছনেও ছিলেন কিনবার্গ।
স্টার ওয়ার্সের নতুন ট্রিলজি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি লুকাস ফিল্মস। কেবল পরিকল্পনা শুরু হয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আছে সিনেমার বিষয়টি। এ মুহূর্তে তিনি প্যারামাউন্টের ‘দ্য রানিং ম্যান’ নিয়ে ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে, এ সিনেমার কাজ শেষ হতেই স্টার ওয়ার্স নিয়ে কোনো একটা ঘোষণা আসবে তার পক্ষ থেকে, যেখানে বিস্তারিত জানানো হবে।
সূত্র: ভ্যারাইটি