চলে গেলেন বিখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে তিনি মারা যান। ডেভিডের মৃত্যুর খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে তার পরিবার।
তাদের পক্ষ থেকে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে স্থান রয়েছে ডেভিডের।’ তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হযয়েছে পরিবারের পক্ষ থেকে।
২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, ‘আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।’
টুইন পিকস, মুলহল্যান্ড ড্রাইভ, ব্লু ভেলভেটের মতো বহু জনপ্রিয় সিনেমার এ নির্মাতা তার ভক্তদের মধ্যে বেঁচে থাকবেন।