কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। স্বাধীনতা পদক, একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, সুরকার গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা তিনি। বাবার উৎসাহ-অনুপ্রেরণায় সেই ছোটবেলায় নিজেকে জড়িয়েছিলেন গানে। বাবার লেখা গান ছাড়াও অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
দিঠি আনোয়ার বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। দিঠি তার বড় ছেলে আদিয়ান চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ‘জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’তে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তির কাজ সম্পন্ন করতে গিয়েছিলেন। তার পরও ছেলের ভর্তির কাজ শেষে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। এরই মধ্যে তিনি দেশে ফিরেছেন। এখন তার কাজে ব্যস্ত সময় পার করছেন। বুধবার বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দিঠি। পাশাপাশি গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাঁচটি নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে নানা ধরনের কাজে ব্যস্ত। তিনি জানান, আগামী ডিসেম্বরে অর্থাৎ বিজয়ের মাসে প্রথম তার বাবার লেখা একটি দেশাত্মবোধক গান প্রকাশ পাবে। গানটির সুর সংগীত করেছেন অপু আমান। এরপর ভালোবাসা দিবসে তার বাবারই লেখা দিঠি ও অপু আমানের দ্বৈত গান প্রকাশ পাবে। অপু আমানের সুর করা আরো একটি গান প্রকাশ হবে, যেটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা। অর্থাৎ তার তিনটি গানের সুর সংগীত করেছেন অপু আমান। বাকি দুটি গানের সুর সংগীত করেছেন সজল দাস (সুবল দাসের ছেলে) ও মোমিন বিশ্বাস।
দিঠি বলেন, ‘আব্বুর গানগুলো নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আমাদের। আব্বুর নামে একটি ইউটিউব চ্যানেল হবে। সেখানেই গানগুলো প্রকাশ পাবে। বিজয়ের মাসে যে গান প্রকাশ পাবে, শিগগিরই সেটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আশা করছি, মিউজিক ভিডিওটি ভালো হবে।’