চিত্রনায়ক নাঈম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর জুরি বোর্ডের সদস্য হয়েছেন। ৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবারের জুরি বোর্ডের মোট সদস্য ১১ জন। প্রথমবার ১৫ সেপ্টেম্বর বোর্ড ঘোষণার পর ৪ নভেম্বর আরো চারজন সদস্য যুক্ত হন। তাদেরই একজন খাজা নাঈম মুরাদ।
এ দায়িত্ব পেয়ে নাঈম বলেন, ‘রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবেই পালন করার শতভাগ চেষ্টা করব। আমি সিনেমায় শুধু অভিনয় করিনি, পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি্। গল্প নিয়ে পরিচালকের সঙ্গে, কাহিনীকারের সঙ্গে বসেছি। সিনেমা এডিটিংয়ের সময় এডিটরের সঙ্গে বসেছি, মিউজিকের কাজের সময় বসেছি। দেশের অনেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করেছি। তাই অভিনয়ের বাইরে সিনেমার নানা দিক সম্পর্কে আমি মোটামুটি বেশ ভালো জানি বা বুঝি। তাই আমার ওপর অর্পিত এ দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করব।’
জুরি হিসেবে সিনেমার বিচার একটি বিশেষ দায়িত্ব বলে মনে করেন নাঈম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি ভুল বিচার করি বা পক্ষপাতিত্ব করি, তবে আমাকে এর জবাবদিহি করতে হবে কোনো একদিন। তাই আমার কাজটা ইনশাআল্লাহ শতভাগ সততার সঙ্গেই করব। ধন্যবাদ তাদের, যারা আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন।’
নাঈম জানান, তিনি নিজেও কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। কেন পাননি এর জবাবে তিনি জানান, তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কখনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেয়া হতো না। কারণ সে সময় ভাবনাটা এমনই ছিল যে সিনিয়রদের সিনেমাই হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে।
নাঈম অভিনীত প্রথম সিনেমা ছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’।