ইন্ডাস্ট্রি থেকে সহায়তা পাননি গৌতম মেনন

কয়েক সপ্তাহ আগে নির্মাতা গৌতম বাসুদেব মেননের প্যারোডি অ্যাকাউন্টের একটা পোস্ট ভাইরাল হয়।

কয়েক সপ্তাহ আগে নির্মাতা গৌতম বাসুদেব মেননের প্যারোডি অ্যাকাউন্টের একটা পোস্ট ভাইরাল হয়। সেখানে বলা হয়েছিল, তামিলনাড়ুর ফসল কাটার উৎসব পোঙ্গালে মুক্তি পাবে বাসুদেব মেনন পরিচালিত ‘ধ্রুব নটচরিত্রম’। বিক্রম অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুমুল। কিন্তু সিনেমাটি মুক্তির তারিখ বারবার পেছানো হয়েছে। বাসুদেবের মতে, তিনি ইন্ডাস্ট্রি থেকে যথেষ্ট সাহায্য পাননি। তার সিনেমা মুক্তি পেলে অনেকে অখুশিও হন।

ধ্রুব নটচরিত্রম নিয়ে ওঠা আলাপ সম্পর্কে মেনন বলেন, ‘যখনই সিনেমাটা নিয়ে কোনো কথা ওঠে, সবার উচ্ছ্বাস দেখি। আমাকে এ ব্যাপারই বাঁচিয়ে রেখেছে। না হলে তো কবেই সব ছেড়ে দিতাম। জীবনের অন্যান্য চাপের মধ্যে এসবই আমাকে ভালো রাখে।’

এ সিনেমা ও অন্যান্য বিষয় নিয়েও বাসুদেবের পরিস্থিতি জটিল। তিনি এক সময় বেশকিছু রোমান্টিক সিনেমা নির্মাণ করেছিলেন, যা জনপ্রিয় হয়েছিল। কিন্তু এরপর ভাটা পড়ে। পরে তিনি ইন্ডাস্ট্রি থেকে তেমন কোনো সহায়তা পাননি। এ নিয়ে কথা বলতে গিয়ে বাসুদেব বলেন, ‘যখন সিনেমাটার মুক্তি নিয়ে সমস্যা হলো, কেউ ফোন করেও খবর নেয়নি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। এ ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব বলে কিছু নেই। এমনকি কোনো কোনো সিনেমা সফল হলে দেখা যায়, অনেকে বেজার হচ্ছেন।’

বাসুদেব মেননের এ কথা শুনে মনে হতে পারে তিনি ক্ষোভ থেকে কথাগুলো বলছেন। কিন্তু বাস্তবিক তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলেই তিনি কথাগুলো বলেছেন। তিনি বলেন, ‘আমার একটা কথাও মিথ্যা না। কেউ কিছুর পরোয়া করে না। একমাত্র থানু স্যার (প্রযোজক কালাইপুলি এস থানু) আমাকে নিয়মিত জিজ্ঞেস করেন কেমন আছি, কেমন যাচ্ছে সব। বিশেষত ধ্রুব নটচরিত্রম নিয়ে জানতে চান। এছাড়া মাঝে মাঝে লিঙ্গুস্বামী খোঁজ নেন। তাদেরও কাজ আছে, আমি সেটা বুঝি।’

একটা সিনেমা নানা কারণেই পিছিয়ে যেতে পারে। অনেক সময় বাজেটে টান পড়ে, কখনো আবার নায়ক-নায়িকার শিডিউল সংকট। ধ্রুব নটচরিত্রম নিয়ে বাসুদেব বলেন, ‘এটা তো রকেট সায়েন্স না। এমন ঘটনা বহু সিনেমার সঙ্গেই ঘটেছে। তবে অনেকে বলছেন, সিনেমাটা নিয়ে নানা ধরনের নিরীক্ষা হচ্ছে, কারণ সিনেমাটার প্রযোজক আমি। এ রকম অনেক ঘটনাই থাকে। যেমন আসলে সিনেমার প্রযোজক আমি না। কেবল মুক্তি দেয়ার দায়িত্ব আমার।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও