বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করে টালিউডও। তুমুল এ সম্মাননার এবারের আসর ছিল কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে। শুরু থেকেই শিরোনামে ছিল ঢাকা। দেশের পাঁচ গুণী তারকা অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করে। সেখান থেকে পুরস্কার উঠল জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডলের ঝুলিতে।
কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এ বছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মণ্ডল। পুরস্কার প্রাপ্তির পর তাসনিয়া ফারিণ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আমার দর্শকের ভালোবাসা ও সমর্থনের জন্য চিরকৃতজ্ঞ।’ জয়ার জন্য এটা চতুর্থবার। সেদিকে স্মরণ করিয়ে জয়া আহসান লিখেছেন, ‘চতুর্থবারের মতো সম্মানজনক পুরস্কারটি আমার ঘরে এল।’
সোহেল মণ্ডল তার পুরস্কারকে উৎসর্গ করেছেন তার নাট্যগোষ্ঠী, বন্ধু ও সহকর্মীদের। যদিও ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। পুরস্কারপ্রাপ্তির ব্যাপারে তিনি বণিক বার্তাকে জানান, ‘অনুভূতিটা খুবই দারুণ ও অপ্রত্যাশিত। সাধারণত যেটা দেখা যায়, পুরস্কারের নমিনেশন আগে জানানো হয়। হঠাৎ করে ইন্ডিয়ান পত্রিকায় দেখলাম, আমি নমিনেশন পেয়েছিলাম সাপোর্টিং রোলে। অথচ পুরস্কার পেলাম বেস্ট ডেবু মেল হিসেবে। বিষয়টা দারুণ। আমার জন্য ভীষণ অনুপ্রেরণামূলক। কারণ কাজ করে তার স্বীকৃতি পেলে ভালো লাগে। সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়।’
তারকা ঝলমলে রাতে সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘শেষ পাতা’। সেরা ছবি, সেরা অভিনেত্রীসহ মোট ছয়টি পুরস্কার গেছে অর্ধাঙ্গিনীর ঝুলিতে। অন্যদিকে মায়ার জঞ্জাল সবাইকে চমকে দিয়ে পেয়েছে সাতটি পুরস্কার। আসরে জীবনকৃতি সম্মাননা পেয়েছেন প্রভাত রায়। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া সেরা অভিনেতা (সমালোচক) মিঠুন চক্রবর্তী, সেরা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, সেরা অভিনেত্রী (সমালোচক) স্বস্তিকা মুখোপাধ্যায়, সেরা সহ-অভিনেত্রী জয়া আহসান, সেরা সহ-অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও কৌশিক গঙ্গোপাধ্যায় নির্বাচিত হয়েছেন। সেরা পরিচালক হয়েছেন অতনু ঘোষ তার শেষ পাতার জন্য। আসরে সেরা নবাগত পরিচালক সুমন্ত্র রায় ও সেরা নবাগত অভিনেতা সোহেল মণ্ডল এবং সেরা নবাগতা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেরা গায়িকা হয়েছেন ইমন চক্রবর্তী অর্ধাঙ্গিনী সিনেমায় ‘আলাদা আলাদা’ গানের জন্য। অবর্ণা রায় হয়েছেন নীহারিকা চলচ্চিত্রে ‘মলয় বাতাসে’ গানের জন্য। এছাড়া সেরা গায়ক অরিজিৎ সিং, সেরা গীতিকার অনুপম রায়, সেরা মিউজিক অ্যালবাম অনুপম রায় ও সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র।
এবারের আসরে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও অর্ধাঙ্গিনী সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। তালিকায় ছিল বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিবের নামও। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের এ তরুণ গায়ক।
প্রসঙ্গত বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, ‘ভারতের অস্কার’ এটি। কয়েক বছর ধরে বাংলা সিনেমার জন্য পৃথকভাবে এ পুরস্কারের আয়োজন করা হয়।