‘আমরা কাজকে না, ব্যক্তিকে পুরস্কৃত করি’

বলিউডের”মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অসাধারণ অভিনয় ও রুপালি পর্দার প্রতি নিজস্ব ও অনন্য দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত।

বলিউডের”মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অসাধারণ অভিনয় ও রুপালি পর্দার প্রতি নিজস্ব ও অনন্য দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত। তিনি সাধারণত অ্যাওয়ার্ডের আসরে হাজির থাকেন না। বহু বছর ধরে অ্যাওয়ার্ডে আমিরের অনুপস্থিতি অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে। কিন্তু সম্প্রতি বর্ষীয়ান এ অভিনেতা নানা পাটেকরের সঙ্গে খোলামেলা আলোচনায় খুলে দিলেন রহস্যের জট। কারণ হিসেবে তার দাবি, ‘আমরা কাজকে না, ব্যক্তিকে পুরস্কৃত করি। অথচ ঘটনা উল্টো হওয়া উচিত ছিল।’

কথোপকথনে আমির বলেন, ‘শুরুতে আমি যেতাম। পরে অ্যাওয়ার্ডের আসরে যাওয়া বন্ধ করে দিলাম। মনে হয়েছে, আমাদের এ ক্ষেত্র খুবই বিষয়ভিত্তিক। এটা টেনিসের মতো নয়, যেখানে লাইন থেকে বাইরে গেলে আউট হয়। দৌড়ের মতোও না, যেখানে একজন অন্যের চেয়ে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে কেন চলচ্চিত্রে কারো কাজকে প্রথম বা দ্বিতীয় বলা হবে? আমরা সবাই ভিন্ন গল্প বলেছি। আপনি ‘‘পারিন্দা’’ করেছেন, আমি ‘‘কেয়ামত সে কেয়ামত তক’’ করেছি। আমরা কীভাবে নিজেদের অভিনয় তুলনা করব?’

কাউকে পুরস্কৃত করার প্রচলিত নীতি নিয়ে অনেকটাই ক্লান্ত বলিপাড়ার এ অভিনেতা। তিনি বলেন, ‘আমরা ভারতীয়রা খুব আবেগপ্রবণ, এটা একটি ভালো দিক। কিন্তু যখন কাউকে পুরস্কৃত করার সময় আসে, আমরা কাজকে পুরস্কৃত করি না। পুরস্কৃত করে ব্যক্তিকে, অথচ উল্টো হওয়া উচিত। ব্যক্তিটি যেই হোক না কেন, আমরা তার কাজকে প্রশংসা করছি।’

আমির মনে করেন যে চলচ্চিত্র নির্মাণের বিষয়গত প্রকৃতিই কারো অভিনয়কে প্রথম ও কারো অভিনয়কে দ্বিতীয় হিসেবে তালিকা করার বিরোধী। সেক্ষেত্রে পুরস্কারের মাধ্যমে কাজকেই সম্মান জানানো উচিত, ব্যক্তিকে নয়। যদিও আমির সরাসরি কোনো চলচ্চিত্র বা পুরস্কারের নাম উল্লেখ করেননি, তার বক্তব্য অনেকের মনে অক্ষয় কুমারের ‘রুস্তম’ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতার বিতর্কটি তুলে আনতে পারে। আমিরের প্রশংসিত সিনেমা ‘দঙ্গল’ সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু পুরস্কারটি জিতেছিলেন অক্ষয়। পরিস্থিতি আরো খারাপ হয়েছিল, যখন জুরিপ্রধান প্রিয়দর্শন হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, ‘আমির খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান না, তাহলে কেন আমরা তাকে সেরা অভিনেতার পুরস্কার দেব? তিনি যদি সম্মান গ্রহণ করতে না চান, তাহলে তাকে সম্মান জানানোর অর্থ কী?’

বর্তমানে আমির তার পরবর্তী সিনেমা ‘সিতারে জমিন পার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, এটি একটি স্পোর্টস ড্রামা এবং স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’-এর রিমেক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও