তৃতীয় দিনেই ফ্লপ ‘গেম চেঞ্জার’

এস শঙ্কর পরিচালিত সিনেমা গেম চেঞ্জার। সিনেমাটিতে অভিনয় করেছেন রাম চরণ।

এস শঙ্কর পরিচালিত সিনেমা গেম চেঞ্জার। সিনেমাটিতে অভিনয় করেছেন রাম চরণ। মুক্তির পর প্রথম দিনই সিনেমাটি আয় করেছিল ৭৫ কোটি রুপির মতো। দ্বিতীয় দিনে আয়ে ধস নেমেছে। ২১ কোটি রুপির বেশি আয় হয়নি এদিন। তৃতীয় দিনে আয় করেছে মাত্র সাড়ে ৪ কোটি রুপি। ‘ইন্ডিয়ান টু’র পর শঙ্করের এ সিনেমাও ফ্লপ।

আরও