বরিশালে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট টুর্নামেন্ট

বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসন ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশালের আয়োজনে আউটার স্টেডিয়ামে বরিশাল ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আরও