৯নভেম্বর থেকে প্রতি শুক্র, শনি ও রোববার আরটিভিতে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক বোকা পরিবার। নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম, পরিচালক সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম প্রমুখ।
বেলায়েত বাড়ির বোকামির কর্মকাণ্ড শুরু হয় বাড়ির ছোট মেয়ে আঙ্গুরির পাত্রী দেখা থেকে। সেখানে যুক্ত হয় ঘরজামাই রফিক, তার বৌ বেলি। রফিকের কর্মকাণ্ডে বড় ছেলে তালেব, মেজো ছেলে মালেক কিছুটা বিরক্ত হয়, তবে তাদের কিছু বলার সাহস নেই। বড় বোনের জামাই বলে কথা। পাত্রী দেখানোর আগে আঙ্গুরি তার দুই ভাবি বেদেনা ও ফারজানাকে বলে, ‘তোমরা সবসময় আমার পাশে থাকবা। কারণ পাত্রপক্ষ কিছু জানতে চাইলে তোমরা কথা বলবা, দুই ভাই তো বোকা, কী বলতে কী বলবে, আমার বিয়ে হবে না।’ যাত্রাপথে নানা হাস্যকর বিড়ম্বনা শেষে পাত্রপক্ষ অবশেষে এসে হাজির হয়। পাত্রী দেখানোর সময় বড় বৌ বেদেনা কিছু ফল নিয়ে এলে পাত্র জসিমের বাবা বলে, ‘বাহ! মেয়ে তো সুন্দর।’ তালেব বলে, ‘কী বলছেন! ও তো আমার বউ।’ ফারজানা এলে আবার বলে, ‘এ মেয়ে তো আরো সুন্দর।’ মালেক কান্না শুরু করে দেয়। আব্বা এটা তো আমার বউ, উনি কী বলছেন?’ জসিমের বাবা কোরবান জানতে চায়, পাত্রী কে? পাত্রী আঙ্গুরি এলে জসিম পাত্রী না দেখেই বলে মেয়ে পছন্দ হয়েছে। এভাবেই হাসি আনন্দে ভরা কাহিনী নিয়ে এগিয়ে যায় ধারাবাহিক নাটকটি।