ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে দাপটে জিতেছে ভারত। আজ রোববার গেবেরহায় দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটি পাওয়া ভারতকে ১২৪ রানের বেশি করতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। পরে ৭ উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও শেষ অবধি ৬ বল বাকি থাকতে জয় পেয়েছে এইডেন মার্করামের দল।
৪৫ রানে ৪ উইকেট পতনের পর হার্দিক পান্ডিয়া ৪৫ বলে ৩৯ রান করে ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন (১২৪/৬)। অক্ষর প্যাটেল ২৭ ও তিলক ভার্মা ২০ রান করেন। এরপর লেগস্পিনার বরুণ চক্রবর্তীর (৫/১৭) প্রতিরোধের পরও শেষ পর্যন্ত জিতেছে প্রোটিয়ারা।
বুধবার চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ।