ডিপিএল

শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়, বিজয়ের কাছে হেরেছে মোহামেডান

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান ৬৭ ও মাহমুদুল হাসান ৫৮ রান করেন। জবাব দিতে নেমে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০৮ বলে ১০১) জিতিয়েছে আবাহনীকে।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬৫ রানে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। এ ম্যাচেই লজ্জার এক রেকর্ড গড়েন মোহামেডানের পেস বোলার ও জাতীয় দলের তারকা তাসকিন আহমেদ। তিনি ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) লিগের ম্যাচে আজ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিয়েছে আবাহনী। বিকেএসপির আরেক মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান ৬৭ ও মাহমুদুল হাসান ৫৮ রান করেন। জবাব দিতে নেমে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০৮ বলে ১০১) জিতিয়েছে আবাহনীকে।

এনামুল হক বিজয়

গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬৫ রানে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। এ ম্যাচেই লজ্জার এক রেকর্ড গড়েন মোহামেডানের পেস বোলার ও জাতীয় দলের তারকা তাসকিন আহমেদ। তিনি ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের এটিই সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। গাজী গ্রুপ ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ১৪৩ বলে ১৪৯ রান। জবাব দিতে নেমে মোহামেডান ৪৮.১ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায়। রনি তালুকদার ৭৪, মুশফিকুর রহিম ৪৯ ও তামিম ইকবাল ৪৮ রান করেন।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ফিফটি করেন জাকির হাসান, ইরফান সুক্কুর ও সাব্বির হোসেন। জবাবে ২৫৩ রান তুলে অলআউট হয়ে যায় নুরুল হাসান সোহানের ধানমন্ডি।

আরও