আবারো নিষিদ্ধ সাকিবের বোলিং

বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারো ব্যর্থ সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধই থাকছে।

বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারো ব্যর্থ সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধই থাকছে। পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণ না হলে আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি নিষিদ্ধ নন তিনি।

আপাতত ব্যাটার হিসেবে খেলতে পারবেন সব ধরনের ক্রিকেট। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন সাকিব। এর আগে ইসিবির অধীনে অ্যাকশনের পরীক্ষা দিয়ে তিনি প্রথমবার ব্যর্থ হন।

আরও