ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ রোববার ১০৮ বলে ১১৫ রানের হার না মানা সেঞ্চুরি করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন সাদমান ইসলাম। তা-ও ৩১ বল বাকি থাকতে জিতেছে তার দল।
বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংককে ২৬১ রানের টার্গেট ছুড়ে দেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অমিত মজুমদার ১০৯ বলে ৮১, আসাদুল্লাহ গালিব ৭৭ বলে ৫৭ ও আরিফুল হক ৩১ বলে ৪০ রান করেন। রুয়েল মিয়া ও তাইবুর রহমান ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ইমরুল কায়েসের ফিফটি ও সাদমানের সেঞ্চুরিতে সহজ জয় পায় অগ্রণী ব্যাংক। ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৫ রান করেন সাদমান। ৫৮ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস।