বিপিএল

রাজশাহীর কাছে খুলনার হার

জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্লের নৈপুন্যে জিতেছে রাজশাহী। তিনি ব্যাট হাতে ২৯ বলে ৪৮ রান করার পর বল হাতে ১৩ রান খরচায় নেন দুটি উইকেট। বার্লই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

বিপিএলে আজ শুক্রবার প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে এনামুল হকের দল। জবাবে খুলনা ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়।

বিপিএলে আজ শুক্রবার প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে এনামুল হকের দল। জবাবে খুলনা ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়।

জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্লের নৈপুন্যে জিতেছে রাজশাহী। তিনি ব্যাট হাতে ২৯ বলে ৪৮ রান করার পর বল হাতে ১৩ রান খরচায় নেন দুটি উইকেট। বার্লই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হারিস ও জিশান আলম ৩৩ বলে ৪৪ রান তুলে দেয়ার পর দ্রুত কিছু উইকেট হারায় রাজশাহী। শেষ দিকে ৫১ বলে ৮৮ রানের জুটিতে রাজশাহীকে লড়াইয়ের পুঁজি এনে দেন বার্ল ও ইয়াসির আলী (২৫ বলে ৪১ রান)। এছাড়া আকবর আলী করেন ৯ বলে ২১ রান। খুলনার কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে জেতাও হয়নি তাদের। আফিফ হোসেন ৩০ বলে ৩৩ ও মোহাম্মদ নাইম শেখ ২৮ বলে ২৪ রান করেন। রাজশাহীর বার্ল, তাসকিন আহমেদ ও সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।

পাঁচ ম্যাচে এটা রাজশাহীর দ্বিতীয় জয়, তারা রয়েছে টেবিলের পাঁচে। খুলনার এটি প্রথম হার। তারা তিন ম্যাচে দুটি জয় নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। শীর্ষ তিনটি স্থানে রয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস।

আজ সন্ধ্যার ম্যাচে সিলেটের মুখোমুখি হবে তলানির দল ঢাকা ক্যাপিটাল।

আরও