বিপিএলে রংপুর রাইডার্সের টানা সাত জয়

একাদশ বিপিএলে টানা সাত ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স। সিলেটে সোমবার রাতের ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এর মধ্য দিয়ে শেষ হলো একাদশ বিপিএলের সিলেট পর্ব। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়ে রংপুর রাইডার্স। খুশদিল ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। ইফতিখার ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। এর আগে ওপেনার তৌফিক খান করেন ৩০ বলে ৩৬ রান। এরপর জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৮ রান তুলতে সমর্থ হয় খুলনা।

একাদশ বিপিএলে টানা সাত ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স। সিলেটে সোমবার রাতের ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এর মধ্য দিয়ে শেষ হলো একাদশ বিপিএলের সিলেট পর্ব। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়ে রংপুর রাইডার্স। একটি সময় মনে হচ্ছিল মাঝারি মানের সংগ্রহ পাবে তারা। যদিও দুই পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ বদলে দিলেন চিত্র। তারা ৫৭ বলে ১১৫ রানের বিস্ফোরক জুটিতে রংপুরকে এনে দেন বড় সংগ্রহ। খুশদিল ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। ইফতিখার ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। এর আগে ওপেনার তৌফিক খান করেন ৩০ বলে ৩৬ রান।

এরপর জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৮ রান তুলতে সমর্থ হয় খুলনা। নাইম শেখ ৪১ বলে ৫৮, মেহেদী হাসান মিরাজ ২৪ বলে ৩৯, আফিফ হোসেন ১৫ বলে ২৯ রান করেন।

১৭ ওভারশেষে ৩ উইকেটে ১৬৫ রান ছিল খুলনার। এরপর দ্রুত উইকেট হারিয়ে ২০ ওভারশেষে তাদের স্কোর রূপ নেয় ১৭৮/৯-এ। ১৯তম ওভারে আকিফ জাভেদ ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রানের। মোহাম্মদ সাইফউদ্দিন এই ওভারে দুর্দান্ত বোলিং করেন। তিনি শিকার করেন এক উইকেট, দুজন হয়েছেন রানআউট।

২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা আকিফ জাভেদ।

আরও