একাদশ বিপিএলে টানা ছয় ম্যাচে হারল চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটাল। আজ শুক্রবার সিলেট ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের ৩ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচ খেলে এটা সিলেটের প্রথম জয়।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৩ রানের সৌধ গড়েও জেতা হলো না ঢাকার। লিটন দাস ৪৩ বলে ৭৩, মুনিম শাহরিয়ার ৪৭ বলে ৫২ রান করে দলকে ভালো পুঁজি এনে দিলেও বোলাররা দলকে জেতাতে পারেননি। জাকির হাসান (২৭ বলে ৫৮), রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪) ও আরিফুল হকের (১৫ বলে ২৮) ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতে জিতেছে সিলেট। ম্যাচসেরা হয়েছেন জাকির হাসান।