বাংলাদেশ সিরিজে নেই জেসন হোল্ডার

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ক্যারিবীয়দের দলে নেই সাবেক অধিনায়ক ও কৃতী অলরাউন্ডার জেসন হোল্ডার। তার জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ। দলে ফিরেছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা পেস বোলার আলজারি জোসেফও ফিরেছেন। তবে এবার তাকে সহ-অধিনায়ক রাখেনি ক্যারিবীয় বোর্ড। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়রা সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে চারটি পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

৩৩ বছর বয়সী হোল্ডার এখন পর্যন্ত ৬৯ টেস্টে ১৬২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩৮ ওয়ানডে ম্যাচে ১৫৯ উইকেট ও ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন। টেস্টে তিনটি সেঞ্চুরিসহ মোট ৩ হাজার ৭৩ রান করেছেন হোল্ডার। তার আছে ডাবল সেঞ্চুরির কীর্তিও।

এটা হবে দুই হারা দলের লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হোম সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একই দলের কাছে সম্প্রতি ২-০ ব্যবধানে হোম সিরিজে হেরেছে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের নাম একাধিক খেলোয়াড়ের চোট। চোটের কারণে এ সিরিজে বাংলাদেশ পাবে না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তকে।

২২ নভেম্বর অ্যান্টিগার নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকার কিংস্টন, ম্যাচ শুরু ৩০ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।

আরও