বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ঢাকায় প্রথম পর্ব শেষে এখন সিলেট পর্ব শুরুর অপেক্ষা। সোমবার দুপুরে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা পর্বের সেরা দল রংপুর রাইডার্স। এদিন সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
ঢাকায় তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে রংপুর রাইডার্স। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে খুলনা টাইগার্স। চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর জয় একটি করে। ঢাকা ক্যাপিটাল তিন ম্যাচ খেলে ও সিলেট এক ম্যাচ খেলে জয়হীন।
রাউন্ড রবিন লিগে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে রংপুর ও সিলেট। ঢাকায় প্রথম দেখায় সিলেটকে ৩৪ রানে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে নাহিদ রানার পেস তোপের মুখে ৯ উইকেটে ১২১ রান তুলতে সমর্থ হয় সিলেট।
রাজশাহী আর বরিশালও দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে আজ। আসরের উদ্বোধনী ম্যাচে ১৯৭ রানের বিশাল সংগ্রহ গড়েও জিততে পারেনি রাজশাহী। ২৬ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংস খেলে বরিশালকে জেতান মাহমুদউল্লাহকে। ফাহিম আশরাফ করেছিলেন ২১ বলে ৫৪ রান। রাজশাহীর হারে বিফলেই যায় ইয়াসির আলীর ৪৭ বলে খেলা ৯৪ রানের রাজসিক ইনিংস।
এবারের বিপিএলে সিলেট পর্বে (৬-১৩ জানুয়ারি) মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম পর্বে (১৬-২৩ জানুয়ারি) সমান ১২টি ম্যাচ শেষে ঢাকায় ফিরে আসবে বিপিএলের খেলা। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির ফাইনাল পর্যন্ত বিপিএলের বাকি সব খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।