চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন চলছে সিলেট পর্ব। ১২ ও ১৩ জানুয়ারি চার ম্যাচ শেষে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানেও সমান ১২টি ম্যাচ শেষে ঢাকায় হবে শেষ পর্ব। গতকাল পর্যন্ত সর্বোচ্চ ৬টি করে ম্যাচ খেলেছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল। রংপুর ছয় ম্যাচের সবগুলো জিতলেও ঢাকা হেঁটেছে উল্টো রথে। তারা সব ম্যাচেই পেয়েছে হারের স্বাদ।
গত আসরে এক ম্যাচ জয়ের পর টানা ১১ ম্যাচ হেরেছে ঢাকা, তখন নাম ছিল দুর্দান্ত ঢাকা। গতবার যেখানে শেষ এবার সেখান থেকেই শুরু রাজধানীর দলটির। মালিকানায় পরিবর্তন আসার পর নাম রাখা হয় ঢাকা ক্যাপিটাল। যদিও ফলাফলে পরিবর্তন আসেনি। তারা হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের মালিকানাধীন দলটি চলতি মিশনে টানা ছয় ম্যাচ হেরেছে। আর সব মিলিয়ে বিপিএলে তারা হারল টানা ১৭ ম্যাচ!
ঢাকা হেরে চললেও রংপুর রয়েছে দুর্দান্ত ফর্মে। তারা ঢাকায় তিনটি ও সিলেটে সমান তিনটি ম্যাচ খেলে সবগুলোয় জিতেছে। সিলেটে সর্বশেষ ৯ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারায় রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ ওভারে ২৬ রান তোলার চ্যালেঞ্জে অসীম বীরত্ব দেখিয়ে জেতান দলকে। কাইল মায়ার্সের করা ওভারটি থেকে তিনি তুলে নেন ৩০ রান!
বরিশালকে দুবার, সিলেটকে দুবার ও ঢাকাকে দুবার হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেটে আরো একটি ম্যাচ রয়েছে রংপুরের। আগামীকাল সন্ধ্যায় তারা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। এদিকে আজ দুপুরে সিলেট খেলবে খুলনার বিপক্ষে, সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটাল ও দুর্বার রাজশাহী। কাল দুপুরে আবার মাঠে নামবে সিলেট, তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস।
এবার আলো ছড়াচ্ছেন দেশী ক্রিকেটাররা। বোলিংয়ে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। তিনি এক ম্যাচেই নেন ৭ উইকেট। এছাড়া রংপুরে খেলা পাকিস্তানের খুশদিল শাহ ৯ উইকেটে ও একই দলের নাহিদ রানা ৯ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে সর্বোচ্চ ২২১ রান করেছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। একই দলের অ্যালেক্স হেলস ২১৮ রান নিয়ে দুইয়ে ও রাজশাহীর ইয়াসির আলী ২১০ রান করে তিনে অবস্থান করছেন।
এবারের আসরে এখন পর্যন্ত তিনজন সেঞ্চুরি করেছেন, তারা তিনজনই বিদেশী। চট্টগ্রাম কিংসের উসমান খান ১২৩, রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ১১৩ ও ঢাকার থিসারা পেরেরা ১০৩ রানের ইনিংস খেলেছেন। সেঞ্চুরির আশা জাগিয়েও অল্পের জন্য ব্যর্থ হন রাজশাহীর ইয়াসির আলী। তিনি বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া বরিশালের তামিম ইকবাল ৮৬ ও ঢাকার সাব্বির রহমান ৮২ রানের ইনিংস খেলেছেন।