সিডনি টেস্ট

১৫ উইকেট পতনের দিন লড়াই সমানে সমান

দলের বিপর্যয়ের সময় পাল্টা আঘাত হেনে ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ঋষভ পন্ত।

দলের বিপর্যয়ের সময় পাল্টা আঘাত হেনে ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ঋষভ পন্ত। তার এই সাহসী ব্যাটিংই সিডনি টেস্টে বড় ধরনের ভরাডুবি থেকে বাঁচিয়েছে ভারতকে। এরপরও দুদিন শেষেই ফলাফল দেখছে সিডনি টেস্ট। প্রথম ইনিংসে ভারতের ১৮৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৮১ রানে অল-আউট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে ভারত। ৪ উইকেট হাতে নিয়ে সফরকারীদের লিড ১৪৫ রানের।

গতকাল সকালে ভালো শুরুর পরও স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক স্পেলে এলোমেলো ভারত। মিচেল স্টার্ককে এক ওভারে চার-চারটি বাউন্ডারি মেরে ঝড়ের ইঙ্গিত দেন জশস্বী জয়সোয়াল। যদিও পরে দ্রুত লোকেশ রাহুল, জয়সোয়াল ও বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ভারতকে চেপে ধরেন স্কট বোল্যান্ড। সফরকারী দলের সংগ্রহ তখন ৬৯/৩। এরপর পন্তের মারমুখী ব্যাটিংয়ে একশ পেরিয়ে যায় ভারত। পন্ত মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করেন। এই ঝড় থামিয়েছেন অসি দলনায়ক প্যাট কামিন্স। উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন বাঁ-হাতি পন্ত। ৬টি বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।

শুভমন গিল ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে দুটি ঝড়োগতির জুটি গড়েন পন্ত। গিলের সঙ্গে ১৩ বলে ১৯ রানের জুটিতে তার রান ১৭ এবং জাদেজার সঙ্গে ৪২ বলে ৪৬ রানের জুটিতে তার রান ৪৪!

দিনের একেবারে শেষ মুহূর্তে নিতিশ কুমার রেড্ডিকে হারায় ভারত। জাদেজা (৮*) ও ওয়াশিংটন সুন্দর (৬*) অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। বোল্যান্ড ৪২ রানে ৪ উইকেট নেন।

এর আগে ১ উইকেটে ৯ রান দিয়ে দিন শুরু করা অজিরা প্রথম উইকেট হারায় জশপ্রীত বুমরার তোপে। সকালে দ্রুতই মারনাস লাবুশেনকে ফেরান তিনি। এরপর মোহাম্মদ সিরাজ (৩/৫১), প্রসিদ্ধ কৃষ্ণ (৩/৪২) ও নিতিশ কুমার (২/৩২) মিলে অজিদের ১৮১ রানে অল-আউট করে দেন। স্বাগতিকদের পক্ষে অভিষিক্ত বিউ ওয়েস্টার সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া স্টিভেন স্মিথ ৩৩, স্যাম কনস্টাস ২৩ ও ক্যারি ২১ রান করেন। দ্বিতীয় দিন দুই দলের মোট ১৫ উইকেটের পতন ঘটে।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি ধরে রাখতে চাইলে এ ম্যাচটি জিততেই হবে ভারতকে। আজই সিরিজের নিষ্পত্তি হয়ে যেতে পারে।

আরও