আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আজ শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অতিথি দলকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা। তরুণ মিডফিল্ডার পাপন সিং বদলি খেলোয়াড় হিসেবে নেমে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন।
প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে যাওয়ায় আজ চাপে থেকে শুরু করে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ২৩ মিনিটে আলী ফাসিরের গোলে মালদ্বীপ লিড নিলে স্বাগতিকদের ওপর চাপ আরো বাড়ে। এর ২০ মিনিট পর বাংলাদেশকে স্বস্তির গোল এনে দেন মিডফিল্ডার মজিবর রহমান জনি (১-১)। দুই ম্যাচ মিলে এটাই যে বাংলাদেশ দলের প্রথম গোল।
আগের ম্যাচে বাংলাদেশ হারলেও বদলি হিসেবে নেমে আলো কাড়েন জনি। টানা দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ করে দেন কোচ কাবরেরা। তিনি এই আস্থার প্রতিদান দিলেন গোল করে। বক্সের সামনে থাকা জনি বল পান শেখ মোরসালিনের কাছ থেকে। দ্রুতই তিনি বাম পা থেকে ডান পায়ে বল নিয়ে মালদ্বীপের একাধিক খেলোয়াড়ের ফাঁক গলিয়ে দ্রুতগতির বাঁকানো শটে বলকে দূরের কোনা দিয়ে জালে পাঠান। সিনিয়র ফুটবলে এটা তার দ্বিতীয় ও ২০২৩ সালের জুনের পর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অবশেষে সাত মিনিটের যোগ করা সময়ে জয়সূচক গোল পায় বাংলাদেশ। ৯৪ মিনিটে পাপন সিং গোল করে বাংলাদেশকে মূল্যবান এক জয় এনে দেন। বাম প্রান্ত থেকে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের বাড়ানো অসাধারণ এক নিচু ক্রস থেকে বল পেয়ে গোল করেন পাপন সিং।
মালদ্বীপের বিপক্ষে ২০ ম্যাচে এটা বাংলাদেশের নবম জয়। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে হারালেও গত সপ্তাহে কিংস অ্যারেনায় হেরে যায় কাবরেরার দল। আজ স্বস্তির এক জয় পেল বাংলাদেশ।