স্কুল ক্রিকেটে চারশ রান করে মুস্তাকিমের ইতিহাস

৫০ চার ও ২২ ছক্কায় একাই চারশ করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের ৪০০ রান করার এটাই প্রথম ঘটনা।

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল মুস্তাকিম হাওলাদার। আজ সেন্ট গ্রেগরি হাইস্কুলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৫০ চার ও ২২ ছক্কায় একাই চারশ করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের চারশ রান করার এটাই প্রথম ঘটনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঢাকা জেলার এই ম্যাচে আগে ব্যাটিং করে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে ক্যামব্রিয়ান। ১৭০ বলে ৪০৪ রান করেন মুস্তাকিম। এছাড়া ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানের বিস্ফোরক সেঞ্চুরি করেন সাদ পারভেজ। জবাব দিতে নেমে সেন্ট গ্রেগরি মাত্র ৩২ রানে অলআউট! ক্যামব্রিয়ান জিতেছে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে।

চারশ রান করায় মুস্তাকিমকে অভিনন্দন জানিয়ে প্রাইম ব্যাংক তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ, অভিনন্দন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও