উয়েফা নেশন্স লিগ

হালান্ডের হ্যাটট্রিক আর ইতালিকে হারাল ফ্রান্স

গত মাসে নরওয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়া হালান্ড এবার রেকর্ডটা আরো সংহত করলেন। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে তার গোল এখন ৩৮টি। নেশন্স লিগেও ছয় ম্যাচে সর্বোচ্চ সাত গোল তার নামের পাশে।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ভর করে রোববার রাতে কাজাখস্তানকে ৫-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শীর্ষ স্তরে উন্নীত হলো নরওয়ে। এ রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে ‘এ’ লিগে উঠে গেছে ইংল্যান্ডও।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ভর করে রোববার রাতে কাজাখস্তানকে ৫-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শীর্ষ স্তরে উন্নীত হলো নরওয়ে। এ রাতে রিপাবলিক অব আয়ার‍ল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে ‘এ’ লিগে উঠে গেছে ইংল্যান্ডও। এদিকে, রোববার রাতে ‘এ’ লিগের লড়াইয়ে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে নাটকীয়ভাবে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স।

গত মাসে নরওয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়া হালান্ড এবার রেকর্ডটা আরো সংহত করলেন। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে তার গোল এখন ৩৮টি। নেশন্স লিগেও ছয় ম্যাচে সর্বোচ্চ সাত গোল তার নামের পাশে।

২৩ মিনিটে আন্তোনিও নুসার শট কাজাখস্তানের গোলকিপার সেভ করার পর ফিরতি বলে শট নিয়ে গোল করেন হালান্ড। এর ১০ মিনিট পর সেই নুসার ক্রসে হেড নিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। প্রথমার্ধের বিরতির আগে ব্যবধান ৩-০ করেন আলেক্সান্ডার সারলথ। স্যান্ডার বার্জের পাস থেকে বল পেয়ে নিচের কোনা দিয়ে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড (৪-০)। নরওয়ের হয়ে পঞ্চম গোল করেন লাইপজিগ টিনএজ নুসা।

এই জয়ে অস্ট্রিয়াকে টপকে গ্রুপ ‘বি-৩’ শীর্ষস্থান অর্জন করল নরওয়ে। স্লোভেনিয়ার সঙ্গে অস্ট্রিয়া ড্র করায় শীর্ষ স্তরে উঠে যায় নরওয়ে।

ইংল্যান্ড গ্রুপ ‘বি-২’ সেরা হয়েছে। তাদের সমান ১৫ পয়েন্ট গ্রিসের। রোববার রাতে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় গ্রিকরা।

দুই জায়ান্টের লড়াইয়ে ফ্রান্সের আন্দ্রিয়ান রাবিও জোড়া গোল করেন। ইতালির আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো একটি গোল পরিশোধ করলেও তার সতীর্থ গাগলিয়েলমো আত্মঘাতী গোল করলে জয়ের আশা শেষ হয়ে যায় আজ্জুরিদের।

আরও