ব্রিসবেনে ৭ ওভারের ‘টি-টোয়েন্টি’ হারল পাকিস্তান

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটি নেমে আসে সাত ওভারে। কার্টেল ওভারের সেই ম্যাচে ২৯ রানে পাকিস্তানকে হারায় স্বাগতিকরা।

আজকের ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন পাকিস্তানের বাবর আজম। শোয়েব মালিককে টপকে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডটা এখন তারই দখলে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ (৫২) ক্যাচ নেয়ার রেকর্ডটাও গড়েছেন বাবর।

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতলেও হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান। যদিও এটা মোটেও টি-টোয়েন্টি ম্যাচ ছিল না। বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটি নেমে আসে সাত ওভারে। কার্টেল ওভারের সেই ম্যাচে ২৯ রানে পাকিস্তানকে হারায় স্বাগতিকরা।

স্থানীয় সময় বেলা ২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টিতে বিলম্বিত হতে হতে শেষ পর্যন্ত রাত ৮টা ২০ মিনিটে শুরু হয়। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েও সুবিধা করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল।

আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৯৩ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ ও মার্কাস স্টয়নিস ৭ বলে ২১ রান করেন। আব্বাস আফ্রিদি ২টি উইকেট নেন। কঠিন টার্গেট তাড়া করতে নেমে ২৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে। জাভিয়ের বার্টলেট (৩/১৩), নাথান এলিস (৩/৯) আর স্পেন্সার জনসন (১/২৯) মিলে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর শেষ ওভারে টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন আব্বাস আফ্রিদি।

শনিবার সিডনিতে দ্বিতীয় ও সোমবার হোবার্টে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন পাকিস্তানের বাবর আজম। শোয়েব মালিককে টপকে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডটা এখন তারই দখলে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ (৫২) ক্যাচ নেয়ার রেকর্ডটাও গড়েছেন বাবর।

আরও