নারী ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক চান সাবিনা

‘সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগছে। তবে পৃষ্ঠপোষকেরা যদি নারী দলের ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা উপকৃত হই, দেশের ফুটবলও উপকৃত হয়।’

ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর যৌথভাবে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন করপোরেট হাউস পাচ্ছেন সংবর্ধনা ও উপহার দিচ্ছে ফুটবল তারকাদের। আজ রোববার নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

সাফজয়ী নারী ফুটবল দল ভাসছে অভিনন্দনের জোয়ারে। ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর যৌথভাবে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন করপোরেট হাউস পাচ্ছেন সংবর্ধনা ও উপহার দিচ্ছে ফুটবল তারকাদের। আজ রোববার নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলোয়াড়দের ব্যক্তিগত পৃষ্ঠপোষক পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের খেলোয়াড়দের হাতে ডামি ফ্রিজ তুলে দেয়া হয়। এ সময় আলোচনা অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা দেশের শীর্ষ ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগছে। তবে পৃষ্ঠপোষকেরা যদি নারী দলের ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা উপকৃত হই, দেশের ফুটবলও উপকৃত হয়।’

ফ্রিজের ডামি হাতে সাবিনা খাতুন

অনুষ্ঠানে বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আগামী বছর যেন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হতে পারে, আমরা সেটি নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লিগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করব সে জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এবার এগিয়ে আসবে।’

সাফজয়ী নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার বলেছেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট—মেয়েদের কথাটা মনে রাখতে হবে। তাদের এ সাফল্যে অনেকেরই অবদান আছে। সাফ জিতে আসার পর আমাদের অনেকেই উপহার দিচ্ছেন, অভিনন্দিত করছেন। এটা খুব ভালো, এতে মেয়েরা অনুপ্রাণিত হবে। তবে ওদের মাটিতে পা রাখতে হবে। আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, একটি ফ্রিজ বা অন্য উপহার বাজারে গিয়ে আপনি কিনতে পারবেন। কিন্তু আপনি বাজার থেকে এক বাক্স সততা কিংবা নম্রতা বা শ্রদ্ধা কিনতে পারবেন না। এ ব্যাপারগুলো সবাইকে মাথায় রাখতে হবে। সবাইকে মাটিতে পা রাখতে হবে।’

আরও