বিপিএল

সোহান ম্যাজিকে শেষ ওভারে ২৬ রান তুলে জিতল রংপুর

৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন সোহান। এর আগে ইফতিখার আহমেদ ৩৬ বলে ৪৮, খুশদিল শাহ ২৪ বলে ৪৮, তৌফিক খান ২৮ বলে ৩৮ রান ও সাইফ হাসান ১৯ বলে ২২ রান করেন।

ফরচুন বরিশালের ছুড়ে দেয়া ১৯৮ রান তাড়া করতে নেমে রংপুর রাইডার্স হারতে বসেছিল। শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ২৬ রান। জাদুকরি ব্যাটিংয়ে এই সমীকরণ মেলালেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের অধিনায়ক শেষ ওভারের সবগুলোতেই বাউন্ডার ও ওভার বাউন্ডারি মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন ৩ উইকেটে। চলতি বিপিএলে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জিতল রংপুর।

ফরচুন বরিশালের ছুড়ে দেয়া ১৯৮ রান তাড়া করতে নেমে রংপুর রাইডার্স হারতে বসেছিল। শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ২৬ রান। জাদুকরি ব্যাটিংয়ে এই সমীকরণ মেলালেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের অধিনায়ক শেষ ওভারের সবগুলোতেই বাউন্ডার ও ওভার বাউন্ডারি মেরে ৩০ রান তুলে দলকে জিতিয়েছেন ৩ উইকেটে। চলতি বিপিএলে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জিতল রংপুর।

শেষ ওভারে বল হাতে নেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স, যিনি ব্যাট হাতে ঝড় তুলে করেছিলেন ৬১ রান। তবে বল হাতে ব্যর্থ হলেন। অসম্ভবকে সম্ভব করার মিশনে সোহান প্রথম বলেই ছক্কা হাঁকান। ৫ বলে লাগে ২০ রান। তখন আশা বড় হতে থাকে রংপুরের। পরের দুই বলে বাউন্ডারি মারলে সমীকরণ নেমে আসে ৩ বলে ১২ রান। চতুর্থ বলেও ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। ২ বলে প্রয়োজন ৬ রানের। পঞ্চম বলে বাউন্ডারি মারেন সোহান। শেষ বলে ২ রান করলেই চলতো, তবে উত্তুঙ্গে ফর্মে থাকা এই ব্যাটার মেরে দিলেন ছক্কা!

৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন সোহান। এর আগে ইফতিখার আহমেদ ৩৬ বলে ৪৮, খুশদিল শাহ ২৪ বলে ৪৮, তৌফিক খান ২৮ বলে ৩৮ রান ও সাইফ হাসান ১৯ বলে ২২ রান করেন। রংপুরকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন কাইল মায়ার্স (২৯ বলে ৬১*), নাজমুল হোসেন শান্ত (৩০ বলে ৪১) ও তামিম ইকবাল (৩৪ বলে ৪০)।

ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে, এই ম্যাচ তারা হেরে গেছেন। হার শেষে তামিম বললেন, ‘এটা মেনে নেয়ার কষ্টের।’

৭ দলের এই আসরে ৬ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের কাছাকাছি পৌঁছে গেল রংপুর রাইডার্স। আর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুইয়ে।

আজ সন্ধ্যায় চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটাল।

সিলেটে সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। বরিশালের পরের ম্যাচ চট্টগ্রামে. ১৬ ডিসেম্বর তারা খেলবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে।

আরও