সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১০টি ও আফগানিস্তান ৬টি জিতেছে। দুই দল এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার দুটি বাংলাদেশ ও একটি আফগানিস্তান জিতেছে। সর্বশেষ ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে হারিয়ে দেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। এরপর অবশ্য এশিয়া কাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। টানা চতুর্থ জয়ের আশায় বুধবার শাহজায় নামছে শান্তর দল।
আফগানরা আছে দারুণ ফর্মে। সেপ্টেম্বরে এই শারজায় দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে তারা। তার আগে মার্চে এই ভেন্যুতেই আয়ারল্যান্ডকে ২-০তে হারায় রশিদ খানের দল। এখানে টানা পাঁচ ম্যাচের জয়রথে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
সাদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএ গাজানফার, নানজেয়ালিয়া খারোতি ও ফজলহক ফারুকি।