শারজায় আফগানিস্তানের কাছে ৯২ রানের হারল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১০টি ও আফগানিস্তান ৬টি জিতেছে।

১২ আপডেট
  • ৬ নভেম্বর, ২০২৪

    বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং ধস

    শারজায় আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেটে ১২০ রান থেকে অবিশ্বাস্য, অভাবনীয় ব্যাটিং ধসে পড়ে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ! ফলে শারজা ক্রিকেট গ্রাউন্ডে ষষ্ঠবারের চেষ্টায় প্রথম জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর দল হারল ৯২ রানে।

  • ৬ নভেম্বর, ২০২৪

    ফিফটির আগে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত

    শারজায় আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ২৩৫ রানে অলআউট করে বাংলাদেশ। ২৩৬ রানের জয়ের টার্গেট তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখার সময় টাইগাররা তুলেছে ২৮ ওভারে ৩ উইকেটে ১২৭ রান। ২২ ওভারে ১০৯ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজ ২৮ ও তাওহীদ হৃদয় ৫ রানে ব্যাট করছিলেন।

  • ৬ নভেম্বর, ২০২৪

    জিততে আরো ১৫০ রান প্রয়োজন বাংলাদেশের

    শারজায় আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ২৩৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। ২৩৬ রানের জয়ের টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভারে ২ উইকেটে ৮৬ রান তুলেছে টাইগাররা। জিততে ৩৩ ওভার থেকে করতে হবে আরো ১৫০ রান। নাজমুল হোসেন শান্ত ৩৯ বলে ৩৫ ও মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ৭ রান নিয়ে ব্যাট করছেন।

  • ৬ নভেম্বর, ২০২৪

    ২৩৫ রানে অলআউট আফগানিস্তান

    শারজায় আজ বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২৩৫ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ৭১ রানে ৫ উইকেট হারানোর পরও এত রান তারা করতে পেরেছে মোহাম্মদ নবি ও হাশমতুল্লাহ শহিদির দৃঢ়তায়। নবি ৭৯ বলে ৮৪ ও শহিদি ৯২ বলে ৫২ রান করেন। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান উভয়ই নেন ৪টি করে উইকেট।

  • ৬ নভেম্বর, ২০২৪

    মোহাম্মদ নবি ও শহিদির ফিফটি

    চাপের মুখে ব্যাটিং করেও মাত্র ৫২ বলে ফিফটি করলেন আফগানিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবি। রিশাদ হোসেনের বল পয়েন্ট অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে দুই রান সংগ্রহ করে ১৭তম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন ৩৯ বছর বয়সী নবি। তার একটু পরই ফিফটি করেন শহিদি। তিনি ৮৭ বলে ফিফটি পূর্ণ করেন। এটা তার ২২তম ওয়ানডে ফিফটি। এ প্রতিবেদন লেখার সময় ৩৯ ওভারশেষে আফগানদের সংগ্রহ ছিল ১৭০/৫। নবি ৬৩ ও শহিদি ৫০ রানে ব্যাট করছিলেন।

  • ৬ নভেম্বর, ২০২৪

    শহিদি-নবি জুটি হতাশ করছেন বাংলাদেশকে

    মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের নৈপুণ্যে ৩৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ও গুলবাদিন নায়েব যোগ করেন ৩৬ রান। তাসকিন সেই জুটি ভাঙেন। এরপর সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে হতাশ করে চলেছেন শহিদি ও মোহাম্মদ নবি। এ প্রতিবেদন লেখার সময় দুজন ৬১ রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন। দলের সংগ্রহ ছিল ৩২ ওভারে ১৩২/৫। শহিদি ৪১ ও নবি ৩৭ রানে ব্যাট করছিলেন।

  • ৬ নভেম্বর, ২০২৪

    শহিদি-নায়েব জুটি ভাঙলেন তাসকিন

    মুস্তাফিজুর রহমানের ট্রিপল আঘাত ও তাসকিনের এক উইকেট শিকারে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ও গুলবাদিন নায়েব। ৩৬ রান তোলার পর জুটি ভাঙেন তাসকিন। তার বলে শর্ট মিডউইকেটে তানজিদকে ক্যাচ দেন নায়েব। এ প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ছিল ২১ ওভারশেষে ৭৩/৫। শহিদি ১৯ ও মোহাম্মদ নবি ১ রানে ব্যাট করছিলেন।

  • ৬ নভেম্বর, ২০২৪

    এক ওভারে দুই উইকেট নিলেন মুস্তাফিজ

    নিজের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দুই উইকেট নিয়ে আফগানদের চেপে ধরেছেন মুস্তাফিজ। দ্বিতীয় বলে ডেঞ্জারম্যান আতালকে ও পঞ্চম বলে আজমতুল্লাহ ওমরজাইকে সাজঘরে ফেরান এই বামহাতি বোলার। এ প্রতিবেদন লেখার সময় আফগানদের স্কোর ১১ ওভারশেষে ৩৭/৪।

  • ৬ নভেম্বর, ২০২৪

    ৩০০ ম্যাচ আয়োজন করে শারজার ইতিহাস

    বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ ইতিহাস গড়ল শারজা। বিশ্বের প্রথম ক্রিকেট ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করল শারজা ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় সর্বোচ্চ ২৯১টি ম্যাচ আয়োজন করেছে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড।

  • ৬ নভেম্বর, ২০২৪

    আক্রমণে এসেই উইকেট নিলেন মুস্তাফিজ

    আক্রমণে এসেই নিজের দ্বিতীয় বলে রহমত শাহকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। তার বলে উইকেটকিপার মুশফিকুর রহমানকে ক্যাচ দেন রহমান শাহ। স্কোর ৮ ওভারশেষে ৩৪/২।

  • ৬ নভেম্বর, ২০২৪

    গুরবাজের বিদায়ের পর আফগানদের টানছেন আতাল

    দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রহমানুল্লাহ গুরবাজকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর আফগানদের টানছেন অভিষিক্ত সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ। এ প্রতিবেদন লেখার সময় দলটির স্কোর ছিল ৬ ওভারশেষে ২৮/১।

  • ৬ নভেম্বর, ২০২৪

    গুরবাজকে ফেরালেন তাসকিন

    গুরবাজকে ফেরালেন তাসকিন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১০টি ও আফগানিস্তান ৬টি জিতেছে। দুই দল এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার দুটি বাংলাদেশ ও একটি আফগানিস্তান জিতেছে। সর্বশেষ ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে হারিয়ে দেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। এরপর অবশ্য এশিয়া কাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। টানা চতুর্থ জয়ের আশায় বুধবার শাহজায় নামছে শান্তর দল।

আফগানরা আছে দারুণ ফর্মে। সেপ্টেম্বরে এই শারজায় দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে তারা। তার আগে মার্চে এই ভেন্যুতেই আয়ারল্যান্ডকে ২-০তে হারায় রশিদ খানের দল। এখানে টানা পাঁচ ম্যাচের জয়রথে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

সাদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএ গাজানফার, নানজেয়ালিয়া খারোতি ও ফজলহক ফারুকি।

আরও