ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব

বাংলাদেশ সফরে আসবে না ভারতীয় দল, এশিয়া কাপও অনিশ্চিত!

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বাংলাদেশ সফরের ওই সময়ে আইপিএলের স্থগিত হয়ে যাওয়া বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি

ভারতীয় ক্রিকেট দলের এ বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা। এ সফরে তাদের সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। যদিও বর্তমান পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের সফর অনিশ্চিত হয়ে পড়েছে। সেই সঙ্গে অনিশ্চিত সেপ্টেম্বরের এশিয়া কাপ।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বাংলাদেশ সফরের ওই সময়ে আইপিএলের স্থগিত হয়ে যাওয়া বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে।

ভারত ও পাকিস্তান যুদ্ধে অবতীর্ণ। দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এই যুদ্ধের কারণে আইপিএলের চলতি ১৮তম আসর স্থগিত করা হয়েছে আজ শুক্রবার।

সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড যাবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর তাদের বাংলাদেশে আসার কথা ছিল। টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না বলেই টাইমস অব ইন্ডিয়ার সূত্রের খবর।

আরও