চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে: প্রধান নির্বাচক

সামগ্রিকভাবে চ্যাম্পিয়নস ট্রফি মিশনটা বাংলাদেশের জন্য কঠিন বলে মানছেন লিপু। সাবেক অধিনায়কের কথায়, ‘এখানে সবাই শক্তিশালী দল। এরপরও যে বাংলাদেশের সুযোগ একেবারেই নেই, তা নয়। বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলতে পারে, তবে পরের রাউন্ডে যাওয়া অসম্ভবও নয়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, বাংলাদেশ দলের জন্য কাজটা কঠিন হবে, কেননা প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০২৩ সালে এই মাঠে হাই স্কোরিং ম্যাচ খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সে কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, বাংলাদেশ দলের জন্য কাজটা কঠিন হবে, কেননা প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী।

২০২৩ সালের ২৯ এপ্রিল রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৬ রানের সৌধ গড়েও জিততে পারেনি নিউজিল্যান্ড। পরে রান তাড়া করতে নেমে ফখর জামানের ঝড়ো সেঞ্চুরিতে (১৪৪ বলে ১৮০) পাকিস্তান জিতে যায় ৭ উইকেটে, তাও ১০ দল বাকি থাকতে।

আজ রোববার দল ঘোষণার পর বাংলাদেশের দলের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে লিপু বলেছেন, ‘পাকিস্তান-নিউজিল্যান্ড দুটি দলেরই রাওয়ালপিন্ডিতে হাই স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কাজেই সেখানে বেশি রান তোলার চ্যালেঞ্জ নিজেদের যেমন নিতে হবে, তেমনি তাড়া করার সামর্থ্যও থাকতে হবে।’

বাংলাদেশের তৃতীয় প্রতিপক্ষ ভারত। সামগ্রিকভাবে চ্যাম্পিয়নস ট্রফি মিশনটা বাংলাদেশের জন্য কঠিন বলে মানছেন লিপু। সাবেক অধিনায়কের কথায়, ‘এখানে সবাই শক্তিশালী দল। এরপরও যে বাংলাদেশের সুযোগ একেবারেই নেই, তা নয়। বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলতে পারে, তবে পরের রাউন্ডে যাওয়া অসম্ভবও নয়।’

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর রাওয়ালপিন্ডিতে খেলবে পরের দুই ম্যাচ। ‘বি’ গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

আরও