আন্তর্জাতিক ক্রিকেটে আবারো নিষিদ্ধ সাকিবের বোলিং

বোলিং অ্যাকশনের পরীক্ষায় টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধই থাকছে। পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণ না হলে আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি নিষিদ্ধ নন তিনি। আপাতত ব্যাটার হিসেবে খেলতে পারবেন ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট। এর মধ্য দিয়ে হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল।

বোলিং অ্যাকশনের পরীক্ষায় টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধই থাকছে। পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণ না হলে আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি নিষিদ্ধ নন তিনি। আপাতত ব্যাটার হিসেবে খেলতে পারবেন ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট। এর মধ্য দিয়ে হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল। বোলিং পরীক্ষায় পাস করলে হয়তো রোববার ঘোষণা করতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলেও থাকতেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি।

চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।

আরও